পছন্দের মেকআপ যত্নে রাখুন

খুব পছন্দের প্রসাধন সামগ্রী মেয়াদোত্তীর্ণ হয়ে গেলে সেটা ফেলে দিতে আমাদের ভীষণ কষ্ট হয়। আর তার চেয়েও বেশি কষ্ট হয় যখন মেয়াদ শেষ হওয়ার আগেই পছন্দের কোনো প্রসাধনী নষ্ট হয়ে যায়। প্রসাধনীর ঠিক মতো যত্ন না করলে তা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। 

আজ আমরা আপনাদের জানাব কীভাবে পাঁচটি উপায়ে আপনার প্রসাধনী দীর্ঘদিন ভালো রাখতে পারবেন।

আর্দ্রতা থেকে দূরে রাখুন

খেয়াল রাখবেন আপনার মেকআপ প্রোডাক্ট যেন আর্দ্রতা থেকে দূরে থাকে, নাহলে তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। ঠান্ডা, শুকনো স্থানে রাখা সবচেয়ে বেশি প্রয়োজন। লিক্যুইড ফাউন্ডেশন, লিপস্টিক সোজাভাবে দাঁড় করিয়ে রাখুন। পাউডার বা জেল প্রোডাক্ট সাধারণভাবেই রাখতে পারেন।

ঢাকনা চেপে আটকে রাখবেন

কথাটা শুনে বোকা বোকা মনে হতে পারে, কিন্তু প্রসাধনীর কৌটার ঢাকনা চেপে আটকে রাখলে ভালো। না হলে আর্দ্রতা, ধুলো, ব্যাকটেরিয়ার সংস্পর্শে এসে আপনার পছন্দের মেকআপ প্রোডাক্ট নষ্ট হয়ে যাবে ও তা ব্যবহারের ফলে আপনার ত্বকেরও নানারকম সমস্যা দেখা যাবে। তাই সব সময় যেকোনো প্রসাধনী ব্যবহারের পর তার ঢাকনা চেপে আটকে রাখবেন।

মেকআপ ব্রাশ ধুয়ে রাখবেন

মেকআপ ব্রাশ ব্যবহারের পর নিয়মিত ধুয়ে রাখার অভ্যাস তৈরি করুন। শিশুদের শ্যাম্পু ও তেল ব্যবহার করে ব্রাশে লেগে থাকা সমস্ত মেকআপ ধুয়ে ফেলার পরেই আবার একই ব্রাশ ব্যবহার করবেন। নাহলে আপনার সমস্ত মেকআপ প্রোডাক্ট দ্রুত নষ্ট হয়ে যাবে।

ঝাঁকিয়ে নিন

নিয়মিত ফাউন্ডেশন ও আইলাইনার ব্যবহার করলে ব্যবহারের আগে বোতলটা ধরে সাবধানে ভালো করে কয়েক সেকেন্ড ঝাঁকিয়ে নিন। লিক্যুইড প্রোডাক্ট দীর্ঘদিন ব্যবহার না হলে নষ্ট হয়ে যাওয়ার প্রবণতা দেখা যায়। তাই ব্যবহারের আগে ঝাঁকিয়ে নিলে আপনার পছন্দের প্রসাধনীগুলো দীর্ঘদিন ভালো থাকবে।

রেফ্রিজারেটরে রাখুন

শুনতে আজব মনে হতে পারে, তবে এই পদ্ধতি অনেকেই অবলম্বন করে থাকে। রেফ্রিজারেটরের ভেতরের কম তাপমাত্রায় আপনার পছন্দের প্রসাধনীগুলো দীর্ঘদিন ভালো থাকবে। নেলপলিশ, সুগন্ধি, আইক্রিম ইত্যাদি রেফ্রিজারেটর থেকে বের করার ১৫ মিনিট পর সবচেয়ে ভালো কাজ করে।



সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //